ইউএনও ওয়াহিদা খানম ওপর হামলার ঘটনায় গ্রেফতার নৈশপ্রহরী পলাশ জামিন
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০
 - / ১৫৬১ বার পড়া হয়েছে
 
দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক উপজেলা ইউএনও ওয়াহিদা খানম ওপর হামলার ঘটনায় গ্রেফতার নৈশপ্রহরী নাদিম হোসেন পলাশকে জামিন দিয়েছে আদালত।
গ্রেফতার হওয়ার একমাস পর রোববার বিকালে তাকে জামিন দিয়েছে দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আদালত পুলিশের পরিদর্শক ইসরাইল হোসেন। ওই মামলায় তাকে গত ১২ সেপ্টেম্বর গ্রেফতার দেখায় দিনাজপুরের ডিবি পুলিশ। তবে এর আগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। এই মামলায় আরো ৫ জন গ্রেফতার আছেন। গত ২ সেপ্টেম্বর দিবাগত রাতে সরকারি বাসভবনে ঢুকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে নির্মমভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।
																			
																		















