ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে জিতেছে লিভারপুল ও আর্সেনাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের ভিন্ন ম্যাচে জিতেছে লিভারপুল ও আর্সেনাল। দিয়েগো জোতার জোড়া গোলে লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারিয়েছে লিভারপুর। উলভারহাম্পটনের বিপক্ষে ১-০ গোলের জয় আর্সেনালের।
হারলেও অ্যানফিল্ডে লিভারপুলকে চাপে রাখে লেস্টার। শুরুতে বেশ কয়েকটি আক্রমণ করেও লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকার দৃঢ়তায় গোল পায়নি লেস্টার সিটি। বিপরীতে প্রথম সুযোগেই বাজিমাত করে লিভারপুল। ৩৪ মিনিটে কর্নার থেকে অলরেডদের এগিয়ে দেন দিয়গো জোতা। দ্বিতীয়ার্ধেও ঘোছালো ফুটবল খেলে লিভারপুল, সাফল্য আসে ম্যাচের ৮৭ মিনিটে। দিয়েগো জোতার দ্বিতীয় দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় লিভারপুলের। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যান সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধানটা নয়ে নামিয়ে আনলো লিভারপুল। ২৩ রাউন্ড শেষে অলরেডদের ঝুঁলিতে ৫১ পয়েন্ট।










