ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও টটেনহাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগের আলাদা ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল ও টটেনহাম হটসস্পার। বিগ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর ব্রাইটনের বিপক্ষে ২-১ গোলের জয় টটেনহামের।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকে আর্সেনালের দাপট। উলিয়ান-অবামেয়াংদের একের পর এক আক্রমনে কোনঠাসা ম্যান ইউ। তবে, গোলের জন্য গানারদের অপেক্ষা ৬৯ মিনিটের। পেনাল্টি শ্যূট আউটে দলকে লিড এনে দেন গ্যাবন ফরোয়ার্ড অবামেয়াং। ম্যাচের বাকী আর গোল দিতে পারেনি কেউই। তাতে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এদিকে, আরেক ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে ১৩ এগিয়ে টটেনহাম। পেনাল্টি থেকে স্পার্সদের এগিয়ে নেন হ্যারিকেইন। ৫৬ মিনিটে তারিক ল্যাম্পটির কল্যাণে সমতায় ফেরে ব্রাইটন। তবে, ৭৩ মিনিটে গ্যারেথ বেলের গোলে জয় নিশ্চিত হয় টটেনহামের।