ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ১০:২৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ওয়েস্ট ব্রোমের সাথে সিটিজেনরা ১-১ গোলে ড্র করলেও উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরেছে চলসি। তবে, স্প্যানিশ লিগে জিতেছে রিয়াল মাদ্রিদ।
অ্যাথলেটিক বিলবাওকে হারিয়েছে ৩-১ গোলে। ঘরের মাঠে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রিয়ালের হয়ে ডেড লক ভাঙ্গেন টনি ক্রুস। বিরতির পর বিলবাওকে সমতায় ফেরান কাপা। তবে, ৭৪ ও ম্যাচের ইনজুরি টাইমে দুই গোল করে গ্যালাক্টিকোদের ৩-১ গোলের জয় এনে দেন করিম বেনজেমা। সোসিয়েদাদ ও অ্যাটলেটিকোর সমান ২৬ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের তিনে জিদানের দল। এদিকে ইপিএলে, শেষ মূহুর্তের গোলে কপাল পোড়ে চেলসির। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতে অলিভিয়ের জিরুর কল্যানে আগে লিড নিয়েছিলো উলভারহ্যাম্পটন। ৬৬ মিনিটে উলভসকে সমতায় ফেরান দানিয়েল পোদেন্স। আর অতিরিক্ত সময়ে স্বাগতিকদের পূর্ণ তিন পয়েন্ট এনে দেন পেদ্রো নেতো।



















