ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে রেড ডেভিলসরা।
কয়েকবার সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জালে বল জড়াতে ব্যার্থ রোনালদোরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই চেনা রুপে ইউনাইটেড। ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লিড নেয় ইউনাইটেড। তিন মিনিট পরেই ১০ জনের দলে পরিণত হয় ব্রাইটন। এলাঙ্গাকে আটকাতে গিয়ে ডি-বক্সে ফেলে দেন ব্রাইটন ডিফেন্ডার লুইস-ডাঙ্ক। ভি-আর দেখে লাল কার্ড দেনরেফারি। ১০ জনের দল নিয়েও লড়ায় চালিয়ে যায় ব্রাইটন । তবে ম্যাচের শেষ মিনিটে আরেক পর্তূগীজ তারকা ব্রুনো-ফার্নান্দেজের ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। এই জয়ে ২৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানইউ।










