ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে জয় পেয়েছে ম্যান সিটি। ম্যানইউকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পেপ গর্দিওলার শিষ্যরা।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চড়াও হয় সিটি। পঞ্চম মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে লিড নেয় সিটিজেনরা। ২২ মিনিটে জ্যাডন সাঞ্চোর গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা। তবে বিরতিতে যাওয়ার আগে ডি ব্রুইনের আরো এক গোলে আবার এগিয়ে যায় সিটি। বিরতি থেকে ফিরে ৬৮ মিনিটে রিয়াদ মাহারাজের গোলে ব্যবধান বাড়ায় সিটিজেনরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করে রিয়াদ মাহেরাজ। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের সাথে পয়েন্ট ব্যাবধান বেড়ে ছ’য়ে দাঁড়িয়েছে সিটির। এদিকে দিনের অন্য ম্যাচে ওয়াটফর্ডের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে আর্সেনাল।










