ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলায় রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডের খেলায় রাতে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ওয়েস্টহ্যামকে তারা হারিয়েছে ১-০ গোলে।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি হলেও তা থেকে গোল করতে পারেনি কোনো দলই। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোলকিপারকে একা পেয়েও ম্যাচের সবচেয়ে বড় সুযোগটা হাতছাড়া করেন ম্যানইউ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ৯০ মিনিট গোলশূন্য থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৭ মিনিটে রাশফোর্ডের পাস থেকে জোরালো শটে গোল করে ম্যানইউকে জয়ের বন্দরে নিয়ে যান মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে। বাকি সময়ে ওয়েস্টহ্যাম আর গোল শোধ করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা। এফএ কাপে ঘরের মাঠে টানা নবম জয় পেলো ওলে গানার সুলশারের দল।






















