ইঁদুর মারার ফাঁদে দুই ভাইয়ের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮৬৩ বার পড়া হয়েছে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজন হলেন- মো. নাদিম ও মো. ইমাম। পুলিশ জানায়, উড়িবুনিয়া গ্রামের এক ব্যক্তি ধানখেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। রাতে ধানখেতের পাশের খালে মাছ ধরতে গিয়ে নাদিম ও ইমাম অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওসি মো. গোলাম সরোয়ার জানান, ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।