ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না: বাণিজ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
দুপুরে রংপুর নগরীর গোল্ডেন টাওয়ারে ডায়মন্ড ওয়ার্ল্ডের ২৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দেশে চালু থাকা ২০ হাজার ই-কমার্সের মধ্যে ১০ থেকে ১২টির প্রতারণার শিকার হয়েছেন গ্রাহকরা। সরকার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী জানান, আমদানী নির্ভর সকল পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে দেশেও দাম বেড়েছে। পূজা ও বন্যা শেষে ভারত থেকে আমদানী বাড়লে পেঁয়াজের দাম কমবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী।