ই-কমার্স প্রতারণায় গ্রেপ্তারের পর রিমান্ডে আরজে নীরব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের হেড অব সেলস- হুমায়ূন কবির নীরব ওরফে আরজে নীরবকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এক ভুক্তভোগী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় আরজে নীরবের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য নীরবকে এক দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশ বলছে, কিউকমের প্রতারণার মাস্টারমাইন্ড হুমায়ূন কবির নীরব ওরফে আরজে নীরব। তিনি সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল মাধ্যমে কিউকম সম্পর্কে প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করতেন। আর তার কথায় বিশ্বাস করে সাধারণ মানুষ লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন।