আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত
- আপডেট সময় : ০৭:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
তিন দিনে শেষ আহমেদাবাদ টেস্ট। ইংল্যান্ডকে ইনিংসে ও ২৫ রানে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতলো ভারত। সঙ্গে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলি’র দল।
ইংল্যান্ডের ২০৫ রানের জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ১৪৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখান থেকে রিশাব পান্ত আর ওয়াশিংটন সুন্দরের ১১৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কোহলি’র দল। সেঞ্চুরি তুলে পান্ত আগের দিন আউট হলেও তৃতীয় দিন প্যাটেলের সঙ্গে ৯৪ রানের আরেকটি জুটি গড়েন সুন্দর। প্যাটেল ফিরেন ৪৩ করে। এরপর যোগ্য সঙ্গির অভাবে সেঞ্চুরি করতে পারেনি সুন্দর। ৩৬৫ রানে থামে ভারতের প্রথম ইনিংস। ৯৬ রানে অপরাজিত ছিলেন সুন্দর। ১৬০ রানেল লিড ছিলো ভারতের। যা টপকাতে পারেনি ইংল্যান্ড। ভারতীয় স্পিনারদের দাপটে সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মাত্র ১৩৫ রানে। অশ্বিন আর আক্সার প্যাটেল দুজনেই নেন ৫টা করে উইকেট।










