আসা লিনগালা নারসিমহোলা নামে এক ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
ভারত থেকে বিস্ফোরক নিয়ে আসা লিনগালা নারসিমহোলা নামে এক ভারতীয় হেলপার নিজ গাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সকালে সে নিজ গাড়িতে আত্মহত্যা করেন।এ ব্যাপারে গাড়িতে থাকা ড্রাইভার গুরুগু পোচায়া কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে ১১টি ট্রাকে করে গত ১৫ জানুয়ারি বিস্ফোরক আমদানি করা হয়। তার মধ্যে বিস্ফোরকবাহী ট্রাকের একজন হেলপার সকাল সাড়ে ৭টার দিকে অজ্ঞাত কারণে ট্রাকের মধ্যে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন বলে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এএসপি জুয়েল ইমরান, বন্দরের উপ-পরিচালক আব্দুল জলিল, বেনাপোল পোর্ট থানা এবং কাস্টমস কর্মকর্তারা। এএসপি জুয়েল ইমরান জানান,এটা একটা ইন্টারন্যিশনাল ইস্যু ।