টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে
- আপডেট সময় : ০৯:২১:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া, পাওয়ার হিটিং কোচ নিয়োগের বিষয়েও ভাবছে বিসিবি। এদিকে, নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও টি-টুয়েন্টির সাথে যোগ হতে পারে ওয়ানডে সিরিজ।
রঙ্গিন পোশাকের অন্য সংস্করণে যতটা উজ্জল, টি-টুয়েন্টি ফরম্যাটে ততটাই বিবর্ণ বাংলাদেশ। শেষ ৯ টি-টুয়েন্টিতে মাত্র ১ জয়, প্রমাণে এটাই যথেস্ট।
৯ ম্যাচের পাঁচটি আবার গেলো বিশ্বকাপে। সংযুক্ত আরব আমিরাতে ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। এবারের বিশ্বকাপ আরও কঠিন কন্ডিশনে- অস্ট্রেলিয়ায়। এশিয়ার বাইরের ভেন্যুতে খাপ খাইয়ে নেওয়া উপমহাদেশের দলগুলোর জন্য দুরূহ। বাংলাদেশের জন্য আরও কষ্টসাধ্য। সেই লক্ষ্যে বিশ্বকাপ ভেন্যুতে প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা।
টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতার বড় কারণ ব্যাট হাতে পাওয়ার হিটিংয়ে অপারদর্শিতা। এই নাজুক দশা কাটাতে কার্যকরী হতে পারেন পাওয়ার হিটিং কোচ। এটা নিয়ে ভাবছে বিসিবি।
তবে, আপাতত বিসিবির পরিকল্পনা দ্বিপাক্ষিক সিরিজ। নভেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজে টেস্ট ও টি-টুয়েন্টির সাথে যোগ হতে পারে ওয়ানডে সিরিজ।










