আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করেছে আইসিসি

- আপডেট সময় : ০৭:২১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৫১ বার পড়া হয়েছে
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সঙ্গী স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।
বৈশ্বিক এই আসরের মূলপর্বে খেলতে হলে বাংলাদেশকে অবশ্য পাড়ি দিতে হবে জটিল পথ। প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারলে তবেই মিলবে চূড়ান্ত বা সুপার টুয়েলভ পর্বের টিকিট। প্রথম রাউন্ডে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ৮টি দল। প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’ তে রয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের সঙ্গী আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। দুই গ্রুপ থেকে শীর্ষে থাকা দুই দল করে মোট চার দল খেলবে সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভেও থাকছে দুটি গ্রুপ। গ্রুপ ১ এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে গ্রুপ দুইয়ে লড়েব দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। যেখানে সঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান।