আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একেবারে নতুন মুখ নিয়ে এসেছে আওয়ামী লীগ

- আপডেট সময় : ১০:৩৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে একেবারে নতুন মুখ নিয়ে এসেছে আওয়ামী লীগ। একে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণের সুত্রপাত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর আওয়ামী লীগ নেতাদের দাবি, দলীয় সভানেত্রীর সিদ্ধান্ত বাস্তবায়ন করা কর্মীদের দায়িত্ব; এখানে নতুন মেরুকরণের সুযোগ নেই।
কয়েক দশক ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের রাজনীতি প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী আর বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনের দুটি বলয়ে বিভক্ত। ২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর, নগর রাজনীতির একছত্র আধিপত্য ছিলো আ.জ.ম নাছিরের। শনিবার রাতে গণভবনের একটি বৈঠক পাল্টে দিয়েছে এতোদিনের হিসেব নিকেশ। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের GFX-1 পরিবর্তে যুগ্ন সম্পাদক রেজাউল করিম চৌধুরীকেই GFX-2 সিটি নির্বাচনের কাণ্ডারী হিসেবে বেছে নিলো কেন্দ্র। দলের এমন সিদ্ধান্তে বিষ্মিত রাজনৈতিক বিশ্লেষকরা। আর কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়ে, দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা স্থানীয় নেতাদের।
দ্বিধা-বিভক্ত দুটি গ্রুপের সক্রিয় সব নেতাদের বাইরে নতুন একজনকে তুলে আনায় শাসক দলের রাজনীতিতে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষক দেলোয়ার মজুমদার। তবে নতুন করে কোন গ্রুপিংয়ের আশংকা উড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাবেক মন্ত্রী, এমপি, বর্তমান ও সাবেক মেয়রসহ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১৮ জন। বড় দুই পক্ষ ছাড়াও অন্য নেতাদের নিজস্ব বলয় রয়েছে নগর রাজনীতিতে। ছোট বড় এই পক্ষগুলোকে একাট্টা করায় নতুন প্রার্থীর প্রধান চ্যালেঞ্জ হিসেবে মনে করেন সংশ্লিষ্টরা।