আশুলিয়ায় পুলিশ পরিচয়ে এক রাতে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
সাভারে আশুলিয়ার নয়ারহাট বাজারে পুলিশ পরিচয়ে এক রাতে এক যোগে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন ডাকাতকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ স্বর্ণ ব্যবসায়ীরা জানায়, নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন রাজবংশী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পক্ষ থেকে অজ্ঞাতনামা ৩০-৪০ জন ডাকাতকে আসামী করে থানায় একটি অভিযোগ দেন। পরে সেটি মামলা হিসেবে নথিভূক্ত করা হয়। এর আগে গেলো রবিবার দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে এক যোগে একদল ডাকাত হানা দেয়। এসময় ডাকাতদলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাজারের পাহারাদার এবং দোকানের কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৮টি দোকান থেকে স্বর্ণাংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।























