আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৩০ বার পড়া হয়েছে
আশুলিয়া থেকে দুই নারীসহ তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে জামগড়া ও কাঠগড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, লাশ গুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনই আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে তিন জনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান বলেন, কিভাবে তাদের মৃত্যু হয়েছে ময়না তদন্তের পর জানা যাবে।