আশির দশকের মাঠ কাঁপানো কিংবদন্তী ফুটবলার বাদল রায়ের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২১:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
আশির দশকের মাঠ কাঁপানো কিংবদন্তী ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় মারা গেছেন। সন্ধ্যায় ধানমন্ডির বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বাদল রায়। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। এই তারকা ফুটবলারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গেলো ৫ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউতে ভর্তি হন এই তারকা ফুটবলার। পরে অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর আজগর আলী থেকে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালের আইসিইউতে। সেখানে পরীক্ষা-নীরিক্ষায় তার লিভার ক্যান্সার ধরা পড়ে। ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন বাদল রায়।