আল্লামা শফির মৃত্যুর ঘটনায় মামলা করে প্রাণনাশের হুমকি পাচ্ছে পরিবার

- আপডেট সময় : ০৬:১৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
হেফাজতে ইসলামের সাবেক আমীর আল্লামা শফির মৃত্যুর ঘটনায় মামলা করে এখন প্রাণনাশের হুমকি পাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা, অভিযোগ করেছেন আল্লামা শফির শ্যালক মঈন উদ্দিন।
আল্লামা শফির মৃত্যুর কারণ ও মৃত্যুর আগের তিন দিন হাটহাজারী মাদ্রাসার ভেতরে ঘটে যাওয়া ঘটনা অনুসন্ধ্যানে বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন মঈন উদ্দিন। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। একই সাথে হেফাজতের বর্তমান আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন। বলেন বুধবার হাটহাজারী মাদ্রাসা সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জুনায়েদ বাবুনগরী যে দাবি করেছেন তা ভিত্তিহিন। তিনি আরো বলেন আল্লামা শফির বড় ছেলে ইউসুফ মাদানী আজকের সংবাদ সম্মেলনে যোগ দেয়ার কথা ছিলো কিন্তু বাবুনগরীর সমর্থকরা হাটহাজারীতে তাকে আটকে দিয়েছে বলেও জানান তিনি।