আ’লীগ নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে খেলতে চায় : ড. হাছান মাহমুদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী মাঠে বিএনপির সঙ্গে খেলতে চায়। কিন্তু বিএনপি খেলা থেকে বার বার পালিয়ে যায়, যা দুঃখজনক।
সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন,‘প্রধানমন্ত্রী যখন একটি সুন্দর নির্বাচন করার ঐকান্তিক ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, সেই সময়ে বিএনপি নেতারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে। নির্বাচন বর্জন কিংবা প্রতিহত করার ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত কিংবা ঠেকিয়ে দেয়ার ঘোষণার মতো। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না, ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে ভোট অনুষ্ঠিত হবে। যেভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে হয়, সেভাবেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।