আ’লীগ দেশটাকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে : রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ১৭১১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ উন্নয়নের নামে দেশটাকে বিষাক্ত গ্যাস চেম্বারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর খিলগাঁ এলাকায় চলমান তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী ও পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি একথা বলেন। চলমান পরিস্থিতিতে নিঃশ্বাস নিতেও সমস্যা হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, উন্নয়নের নামে জলাশয় ভরাট ও বনভূমি উজাড় করার কারণে দেশের মানুষ আজ গরমে অতিষ্ঠ। রিজভী দাবি করেন, তীব্র দাবদাহে স্কুল শিক্ষার্থীসহ এরই মধ্যে সারাদেশে ১৭ জন মারা গেছেন। এর দায় সরকারের। তিনি বলেন, সরকার জনগণের প্রকৃত উন্নয়ন করছে না। কেবল উন্নয়নের ছবি দেখিয়ে লুটপাট করে আওয়ামী লীগ নেতারা বিদেশে নিজেদের সেকেন্ড হোম গড়ে
তুলেছে।