বাধা উপেক্ষা করে চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশে কর্মীসমর্থকের ঢল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৬৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। সমাবেশ শুরু হবে বেলা তিনটায়
তবে সকাল থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে দলীয় নেতাকর্মীরা। তাদের অভিযোগ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সরকারি দল আর পুলিশি বাধা উপেক্ষা করে কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নিতে শুরু করেছে বিএনপির সমাবেশে। নেতাদের দাবি কয়েক লাখ মানুষের সমাগম ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বার্তা দিতে চায় তারা। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।