আ’লীগ আ’গুন দিয়ে অন্যের ওপর দায় চাপাচ্ছে : রিজভী

- আপডেট সময় : ১২:৫৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নিজেরা আগুন দিয়ে অন্যের ওপর দায় চাপাচ্ছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটা আওয়ামী লীগের পুরনো সংস্কৃতি। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী জানান, ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয় ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। আর ব্যয় ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। ব্যয়ের খাত হিসেবে অফিসের বিভিন্ন খরচ, পোস্টার ও লিফলেট ছাপানো, বিজ্ঞাপন ও ক্রোড়পত্র, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, নিহত ও আহত নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা, ইফতার মাহফিল এবং বিবিধ খরচের কথা বলেন তিনি। রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকারের কোনো জবাবদিহিতা নেই। বাসে আগুন দেয়া নিয়ে তিনি জানান, বিএনপি নেতাকর্মীরা নয়, বাইরে থেকে মোটরসাইকেলে এসে আগুন দিয়ে গেছে। নিজেরা অপকর্ম করে অন্যের কাঁধে দায় চাপানো সরকারের পুরনো অভ্যাস বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।