আলাদা সড়ক দুর্ঘটনায় যশোর ও মাদারীপুরে তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় যশোর ও মাদারীপুরে তিনজন নিহত হয়েছে।
যশোরের ঝিকরগাছায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার মাহবুবুর হকের ছেলে কাজী মুশফিক মাহবুব প্রিয় ও মিশন পাড়ার দিলীপ দাসের ছেলে কাব্য দাস। পুলিশ জানায়, গেলরাতে ঝিকরগাছার বেনেয়ালি গির্জার সামনে একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
এদিকে, মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাদভি নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্ত্বর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সে নিহত হয়। নিহত সাদভী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাইফুল ইসলামের ছেলে।