আলাদা সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তা নিহত
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
 - / ১৫৫৯ বার পড়া হয়েছে
 
আলাদা সড়ক দুর্ঘটনায় নাটোরে পুলিশ সদস্য ও নেত্রকোনায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
নিহত পুলিশ সদস্য বিষ্ণুপদ পাল বগুড়া নাটোর কোর্টের এপিএসআই পদে কর্মরত ছিলেন। সদর থানার কর্মকর্তা জানান, সকালে বড়-হরিশপুর শ্মশান গেটের সামনে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় নাটোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে গেলোরাতে নেত্রকোনায় পরলা মাজার এলাকায় ট্রাক চাপায় আবু বক্কর সিদ্দিক নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যাংক কর্মকর্তা নেত্রকোনা শহরের নাগড়া মীরবাড়ী এলাকার বাসিন্দা ।
																			
																		














