আলাদা সড়ক দুর্ঘটনায় মাগুরা ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে ৮ জন নিহত

- আপডেট সময় : ১১:২০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মাগুরায় চারজনসহ ব্রাহ্মণবাড়িয়া ও টাঙ্গাইলে ৮ জন নিহত হয়েছে।
মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হয়েছে বাসের হেলপার মামুন হোসেন, যাত্রী নাজমা খাতুন ও সহিরুন বেগম। নিহত আরেক জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। ভোরে অটোরিকশাটি আশুগঞ্জের তালশহর রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুই ছেলে এবং হাসপাতালে বাবা নিহত হন।
ওষুধ কোম্পানির কর্মী আরাফাত ও দেলোয়ার মোটর সাইকেলে টাঙ্গাইলের সখীপুর যাওয়ার পথে গতরাতে কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন।