আলাদা ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ডসহ একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত

- আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় লক্ষীপুর, কিশোরগঞ্জ ও সিরাজগঞ্জে ৫ জনকে মৃত্যুদণ্ডসহ একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যার দায়ে পুত্রবধূসহ ৪ আসামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জজ মো. শাহেনূর এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, পুত্রবধূ শারমিন আক্তার ও তার পরকিয়া প্রেমিক জামাল, নাজিম ও জসিম। ২০১৬ সালের ১৪ জুলাই পুত্রবধূ শারমিন আক্তারের পরকিয়া প্রেমে বাধা দেয়ায় শাশুড়ি জাকেরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে তারা।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুমন মিয়া হত্যা মামলায় রাজিব ওরফে বুলবুল নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় সকালে উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাজিব পাকুন্দিয়া উপজেলার চরটেকি কোনাপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে।
এদিকে, সিরাজগঞ্জের শাহজাদপুরের এক শিশুকে ধর্ষনের মামলায় হাবু খাঁ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুন্যালের বিচারক ফজলে খোদা মোঃ নাজির এ রায় দেন। সাজাপ্রাপ্ত হাবু খাঁ শাহজাদপুর উপজেলার ডায়াখাঁ গ্রামের শের আলী খার ছেলে।