আলাদা ঘটনায় বিভিন্ন জেলায় ৫ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সাভার, নড়াইল, কুমিল্লা ও মাদারিপুরে ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আলাদা ঘটনায় সাভারে এক গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পোশাক শ্রমিক কাকলী বেগমের মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। অন্যদিকে, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কিশোর বিপ্লব দাসের মরেদহ উদ্ধার করেছে পুলিশ।
নড়াইলে নবগঙ্গা নদীতে রাতের বেলায় মাছ ধরার সময় বালুবহনকারী কার্গোর ধাক্কায় নিখোঁজ মৎস্যজীবি রাধাকান্ত দাসের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।১৯ ডিসেম্বর রাতে রাধাকান্ত নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। রাত ১১টার দিকে একটি বালুবাহী কার্গো তাদের ডিঙ্গি নৌকাটিকে ধাক্কা দিলে সে, তার ভাই ও ভাইপো সবাই নদীতে পড়ে নিখোঁজ হয়।
কুমিল্লা সদর দক্ষিণে বোরকা পরিহিত হাত বাধা এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা অন্য কোথাও হত্যার পর মরদেহটি ফেলে গেছে দুর্বৃত্তরা।
এদিকে, মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ডের পাশে সাহেব আলী পুকুর থেকে সকালে আমিনুল শেখ নামের এক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।