আলাদা ঘটনায় এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আলাদা ঘটনায় সাভারের আশুলিয়া থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সকালে আশুলিয়ার নিরিবিলি,গাজিরচট ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে আশুলিয়া পুলিশ। সকালে আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি বহুতল ভবন থেকে এক রড মিস্ত্রি মাটিতে পড়ে নিহত হয়। অন্যদিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার একটি ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশুলিয়ার গাজিরচট এলাকার একটি বাড়ি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। রোববারও সাভার,আশুলিয়া ও ধামরাই থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছিলো পুলিশ।