আল-হেরা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৬১০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ শহরের আল-হেরা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় ইসমাইল হোসেন নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃত ইসমাইল হোসেন এনায়েতপুরের সোনাতলা গ্রামের বাবু সরকারের ছেলে।
ইসমাইলের বাবা বাবু সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার ছেলের টনসিলের সমস্যা ছিল। শনিবার সকালে তারা আল-হেরা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডাক্তার আকরাম হোসেন শিশুটির টনসিল অপারেশন করেন রাতে। কিন্তু অপারেশনের নির্দিষ্ট সময় পরেও ছেলের আর জ্ঞান ফেরেনি। ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃতদেহ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।