আরব আমিরাতেই বসছে এবারের আইপিএল
- আপডেট সময় : ০২:২৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
আরব আমিরাতেই বসছে এবারের আইপিএল। চূড়ান্ত অনুমোদন দিয়েছে গভর্নিং কাউন্সিল। ১৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ফাইনাল হবে ১০ নভেম্বর।
ভারত সরকারের অনুমিত পাওয়ার পরই মূলত নির্ধারণ হয়ে যায় আইপিএলের ভাগ্য। আবুধাবি, শারজাহ ও দুবাইতে হবে ম্যাচগুলো। গভর্নিং কাউন্সিলে এসেছে বেশ কিছু সিদ্ধান্তও। প্রত্যাক ফ্র্যাঞ্চাইজির জন্য সর্বোচ্চ ২৪ জনের স্কোয়াডের অনুমোদন দিয়েছে আইপিএল। করোনা ভাইরাস শঙ্কায় থাকবে ম্যাচে খেলোয়াড় পরিবর্তনের সুযোগও। আইপিএলের প্লে অফের সপ্তাহে বসবে নারীদের চার ম্যাচের টি-টুয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্ট। এদিকে করোনার কারণে ভারতের ঘরোয়া ক্রিকেটের আগামী মৌসুমের সময়সীমা বাড়ানোর কথা ভাবছে বিসিসিআই। চলতি জুলাই-আগস্ট থেকে আগামী বছরের মার্চ পর্যন্ত ২০২০-২১ মৌসুম চলার কথা থাকলেও তা বাড়তে পারে জুন পর্যন্ত। সবচেয়ে গুরুত্ব পাবে রঞ্জি ট্রফি।



















