আর কোন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কিনা সিদ্ধান্ত প্রেসিডিয়ামে

- আপডেট সময় : ০৮:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে আর হেরেছে দেশের ভোটাররা। বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে বলেও জানান দলটির মহাসচিব। দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের চিত্র তুলে ধরতে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। এতে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির তথ্য তুলে ধরে ভোটরে প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানান জাতীয় পার্টির নেতারা।
এ সময় জাতীয় পার্টি মহাসচিব বলেন, নির্বাচনের নামে সন্ত্রাস, হানাহানী আর খুনোখুনি বন্ধ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।
জাতীয় পার্টি আর মোহাজোটে নেই জানিয়ে জিয়া উদ্দিন আহমেদ বাবলু আওয়ামীতন্ত্র থেকে দেশকে মুক্ত করতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।