আমেনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া থেকে আমেনা বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় নিহতের ছেলেকে আটক করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, গেলরাতে মা ও ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে ঘর থেকে ধোয়া উঠতে দেখে স্থানীয়রা ট্রিপল নাইনে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে আমেনা বেগমকে মৃত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। পাশেই ছেলেকে বসে থাকতে দেখে পুলিশ। এসময় ঘরে প্লাস্টিকের চেয়ারে আগুন জ্বলছিল। পরে ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।