আমার বাংলাদেশ হাসপাতালের মালিক গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
রাজধানীতে যমজ শিশুকে হাসপাতাল থেকে বের করে দেয়া এবং এক শিশুর মৃত্যুর ঘটনায় আমার বাংলাদেশ হাসপাতালের মালিক- গোলাম সরোয়ারকে গ্রেফতার করেছে রেব। বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাওরান বাজারে রেব মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রেবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি আরও জানান, বিভিন্ন কৌশলে সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনা এবং অনুমোদনহীন বাড়তি আইসিইউ বেড চালু রেখে সেখান থেকে ব্যবসা চালানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন গোলাম সারওয়ার। এছাড়া জিজ্ঞাসাবাদে আমার বাংলাদেশ হাসপাতালে রোগী ভর্তি করতে বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল নিয়োগ করাসহ বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কথা স্বীকার করেছে বলেও জানান রেবের গণমাধ্যম শাখার এই কর্মকর্তা।