‘আমার বঙ্গবন্ধু’ গেমিং এ্যাপসের শুভ উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৬০৯ বার পড়া হয়েছে
জাতির পিতার জীবন বৃত্তান্ত ও আদর্শ নিয়ে নির্মিত ‘আমার বঙ্গবন্ধু’ গেমিং এ্যাপসের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ১০ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। এ প্রতিযোগিতায় ২৬ মার্চ পর্যন্ত অংশ নেয়া যাবে।

















