কুমিল্লায় আমনের বাম্পার ফলন, উৎপাদন হয়েছে অতিরিক্ত তিন হাজার হেক্টর জমিতে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় আমনের ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে কৃষক। ফলন ঘরে তুলে, করোনায় সৃষ্ট আর্থিক সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় তারা। কৃষি বিভাগ জানায়, জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল এক লাখ ১২ হাজার হেক্টর। সেখানে উৎপাদন হয়েছে অতিরিক্ত তিন হাজার হেক্টর জমিতে।
কুমিল্লায় এক লাখ ১৫ হাজার হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় হয়েছে বাম্পার ফলন। গত বছরের তুলনায় ধানের দাম বেশি পেয়ে খুশি কৃষক। এ থেকে করোনা মহামারির ক্ষতি পুষিয়ে নিতে চায় প্রান্তিক মানুষগুলো।
জেলার প্রতিটি বাড়িতে এখন চলছে নবান্ন উৎসব। লক্ষ্যমাত্রার বেশি উৎপাদন হওয়ায়, চাষির পাশাপাশি কৃষি বিভাগও আনন্দিত।
তবে, ধান বিক্রিতে সিন্ডিকের কারসাজিতে কৃষক যেনো বঞ্চিত না হয়, সেদিকে কঠোর নজরদারি দাবি করছে সাধারন মানুষ।