আবাসিকে গ্যাসের দাম আবারও বাড়লো

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
আবাসিকে গ্যাসের এক চুলার দাম ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা, দুই চুলা ৯৭৫ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা করা হয়েছে। বিকেলে ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করেন এনার্জি রেগুলেটরি কমিশন… বিইআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক।
তিনি বলেন, আবাসিকে এক চুলায় ৪০, দুই চুলায় একশ’ পাঁচ টাকা বেড়েছে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ছয় টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার-প্রতি ৪ দশমিক চার পাঁচ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। আবু ফারুক জানান, সার উৎপাদনে সবচেয়ে বেশি ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্প ও বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে সাড়ে ১৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে ২২ দশমিক সাত আট শতাংশ বাড়লো গ্যাসের দাম। এর আগে ২০১৯ সালে গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।