আবারো গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে বিইআরসি
- আপডেট সময় : ০৮:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
আবারো গ্যাসের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে বিইআরসি। সরকারের উচ্চ পর্যায় থেকে গ্যাসের দাম বাড়ানো বন্ধের নির্দেশের অপেক্ষায় আছে সংস্থাটি। নইলে ঈদের পরেই এ সিদ্ধান্ত আসতে পারে। এমন হঠকারী সিদ্ধান্ত ‘গণবিরোধী বলে মন্তব্য করেছেন ক্যাবের সভাপতি গোলাম রহমান। অনলাইনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন,অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করতে গিয়ে এমন সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না।
কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ‘ন্যায্যতা উপেক্ষা করে গ্যাস বাণিজ্য কার স্বার্থে’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গ্যাসের সংকট দেশের অর্থনীতিকে স্থবির এবং দুর্বিষহ করে দিচ্ছে জনজীবন। সকালে ক্যাবের অনলাইন সংবাদ সম্মেলনে এর থেকে উত্তরণের উপায় দরকার বলে মতামত দেন বক্তারা।
বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বিপণনের এ যুগে এলএনজি আমদানির যে আগ্রহ দেখা যাচ্ছে। দেশীয় গ্যাস উত্তোলনে সেই তাগিদ দেখা যাচ্ছে না, বলে মন্তব্য করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।
সেবার দিতে নয়, অসাধু ব্যবসায়ীদের স্বার্থে গ্যাসের মূল্যবৃদ্ধির অজুহাত তৈরি করা হয়, মন্তব্য করেন সংবাদ সম্মেলনে অংশ নেয়া জ্বালানী বিশেষজ্ঞরা।
বছরে পাইপ লাইন থেকে ৪ হাজার কোটি গ্যাস চুরি ঠেকাতে পারলে গ্যাসের দাম কমে আসবে বলে প্রত্যাশা বক্তারা










