আবদুল কাদের মির্জা কতৃক জাপা’র নেতাকে নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নির্মম নির্যাতনের শিকার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালী জেলা জাতীয় পার্টি।
বিকেলে জেলা জাতীয় পাটির কার্য্যালয়ে প্রতিবাদ সভা শেষে জেলা শহরের প্রধান সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনে জেলা নেতারা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা কোম্পানিগঞ্জ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার শাস্তির দাবীতে আগামীকাল জেলা শহরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।