আফ্রিকায় নিহত তিন সেনা সদস্যের জানাজা সম্পন্ন

- আপডেট সময় : ০৩:২৪:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মোতায়েন করা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর তিন বাংলাদেশি সেনা গত ৩ অক্টোবর এক মাইন বিস্ফোরণে নিহত হন। সকালে তাদের মরদেহ ঢাকা আর্মি এভিয়েশনে আনার পর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ সেনাবাহিনীর সকল কর্মকর্তারা।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। বাংলাদেশের দামাল সৈনিকরা নিজেদের দেশের গন্ডি পেরিয়ে নিরাপত্তা দিচ্ছে বিদেশেও।
নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজেদের অবস্থান আরও শক্ত করে বিশ্ববাসীকে জানান দিতে ভয়কে জয় করে নিয়েছেন সৈনিকরা।
এই তিন সৈনিকসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এ পর্যন্ত প্রাণ বিসর্জন দিয়ছেন ১২৯ জন। তারা দেশের জন্য পরিবার ছেড়ে পরকালের পাড়ি দিলেও, স্বজনদের কান্না থামেনা কোনদিন।
শহীদ সেনাদের রুহের মাগফিরাত কামনা করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
জীবনের ঝুঁকি নিয়েই বাংলাদেশি সৈনিকরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে চলেছে।