আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
দ্বিতীয় ওয়ানডেতেও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ৩ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা।
আফগানদের দেয়া ১০২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৬১ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। সিলেটে টস জিতে ব্যাট করতে নেমে ১০১ রানে অলআউট হয় আফগানিস্তান। ইনিংসে সর্বোচ্চ ২৫ রান করেন সাবাউন বানোরি। এছাড়া ১৮ রানে অপরাজিত ছিলেন কামরান। ৪ উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামান নাঈমুর রহমান। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওপেনার মফিজুল ইসলামের ৩১, আর প্রান্তিক নাবিলের ব্যাট থেকে আসে ২৪ রান। ম্যাচ সেরা হন নাঈমুর রহমান। মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল।