আপাতত বিপদমুক্ত বাংলাদেশ, আবহাওয়া বিভাগের পূর্বাভাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ায় বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সকালে সংবাদ সম্মেলনে আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক সানাউল হক মন্ডল, জানান ঘুর্নিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে বাংলাদেশ এখন পুরোপুরি বিপদমুক্ত। আগামী তিন-চার দিনের মধ্যে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
তবে ডিসেম্বরে আরো একটি ঘুর্ণিঝড় হওয়ার আশংকা রয়েছে জানিয়ে এখন থেকে সবাইকে তা মোকাবিলার প্রস্তুতি নেয়ার আহবান জানান।
বলেন, ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২৪ মিলিমিটার। সিত্রাংয়ের প্রভাবে ভোলায় ৬ ফুট জলোচ্ছাসের রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


























