আন্দোলনের বারোটা বাজিয়ে এখন শোকের মিছিল করছে বিএনপি: কাদের

- আপডেট সময় : ০৮:৫৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
- / ১৭৬৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের বারোটা বাজিয়ে বিএনপি নেতারা নিজেদের অজান্তেই শোকের মিছিল করছে। আন্দোলনের পতাকা হলো লাল-সবুজ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীকের প্রতি তাদের কোনো দরদ নেই। যে মিছিলে জনগণ নেই, সেই মিছিল গণমিছিল কী ভাবে হয়? জানতে চান ওবায়দুল কাদের।
বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন সেপ্টেম্বরের এক এবং দুই তারিখে। আওয়ামী লীগ বিজয়ের পতাকা নিয়ে মিছিল করবে, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।