আন্দোলনের নামে সহিংসতা করলে রাজপথেই বিএনপিকে মোকাবিলার হুঁশিয়ারি কৃষিমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে সহিংসতা করলে রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে ময়মনসিংহ নগরীর বিএডিসির ট্রেনিং সেন্টারের উদ্বোধন শেষে কৃষিমন্ত্রী আরো বলেন, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিএনপি রাজপথে উস্কানিমূলক কর্মসূচি দিচ্ছে। অহেতুক সরকারকে বেকায়দায় ফেলতে আন্দোলনের নামে বিএনপি পুলিশের উপর হামলা চালাচ্ছে। আন্দোলনের মাধ্যমে বিএনপি রাজপথ দখল করতে আসলে তা মোকাবিলার জন্য আওয়ামী লীগ প্রস্তুত আছে বলেও জানান কৃষিমন্ত্রী। পরে নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক আলোচনা সভায় যোগ দেন তিনি।