আন্দোলনের কথা বলে আবার প্যারোলে মুক্তি চাওয়া বিএনপির দ্বৈত নীতিঃ ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০২:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোও হয়েছে। তবে মুখে আন্দোলনের কথা বলে আবার প্যারোলে মুক্তি চাওয়াকে বিএনপির দ্বৈত নীতি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।
ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে হলুদ পাঞ্জাবী পড়ে প্রথমে ফাগুন আর পরে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতির প্রসঙ্গ টেনে সম্প্রতি মির্জা ফখরুলের সঙ্গে তার ফোনে কথোপকথনের তথ্যও জানান তিনি। তবে বেগম জিয়ার মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী বা সরকারের ইচ্ছা অনিচ্ছা নয়; আদালতের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। মুখে আন্দোলন আর বাস্তবে অন্য কিছু জনগণ ভালোভাবে নেয় না বলেই বিএনপির আজকের দুরাবস্থা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।