আন্দোলন নিয়ে এক কর্মীর সঙ্গে ফোনালাপ ফাঁস

- আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
আন্দোলন নিয়ে এক কর্মীর সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়াকে কেন্দ্র করে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দুই জনের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু করার আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সকালে চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলামের আদালত এই আদেশ দেন। এ সময় আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ব্যারিষ্টার মিনহানুর রহমান নাওমী আদালতে উপস্থিত ছিলেন। এর আগে মামলার নির্ধারিত দিনে বিচারকাজ শুরুর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। বিপরীতে আসামীদের অব্যহুতি চেয়ে আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা। শুনানী শেষে আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু করার আদেশ দেন। ২০১৮ সালে ২৯ জুলাই নিরাপদ সড়কের দাবিতে স্কুল ছাত্রদের আন্দোলনে দলীয় কর্মীদের নির্দেশ দেয়া সংক্রান্ত আমীর খসরুর একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনাকে কেন্দ্র করে আমীর খসরু ও নাওমীর বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।