আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দিতে হবে : ওবায়দুল কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসুস্থ রাজনীতি করতে করতে মির্জা ফখরুলরা অসুস্থ হয়ে পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা এবং লোকজ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন,দেশে নিয়ে ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে। দেশ আবারও সাম্প্রদায়িকতার ছোবলে আক্রান্ত।
একটি মহল জঙ্গিবাদের দ্বারা এদেশে বিশৃঙ্খলার সূচনা করেছে বলেও মনে করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অসীম কুমার উকিল, লিয়াকত হোসেন খোকা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব মো. আবুল মনসুর, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক এসএম রেজাউল করিম, চিত্রশিল্পী মোহাম্মদ আবুল হাশেম খানসহ অনেকে।