আন্তর্জাতিক স্বীকৃতি পেলো ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট

- আপডেট সময় : ০৭:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যাণ্ডার্ডাইজেশনের কর্তৃক স্বীকৃতি পেলো আলেশা মার্ট। সূচনালগ্ন থেকেই আলেশা মার্ট পণ্যের গুণগত মান রক্ষা করে দ্রুততম সময়ে পণ্য ডেলিভারির মাধ্যমে কাস্টমারদের আন্তর্জাতিক মানের সেবা দিয়ে যাচ্ছে। এবার সেই সেবা প্রদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেলো আলেশা মার্ট।
আলেশা মার্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ অর্জন তাদের একার নয়– এ অর্জন প্রতিষ্ঠানের সাথে যুক্ত প্রতিটি ব্যক্তির। বাংলাদেশের প্রথম সেবা সম্পন্ন আধুনিক প্রযুক্তির ই-কমার্স সাইট আলেশা মার্ট। যেখান থেকে ঘরে বসেই সহজে ও নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে পারেন গ্রাহকরা। প্রতিষ্ঠান সূত্র জানায়, বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এই প্রথম আলেশা মার্ট নিয়ে এসেছে ফিজিক্যাল কাস্টমার কেয়ার সেন্টার যা দেশের সকল বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে থাকবে। আলেশা মার্ট আরও দিচ্ছে অনলাইনে অর্ডারকৃত বাইক ডেলিভারির জন্য দেশের প্রথম ই-কমার্স বাইক ডেলিভারি পয়েন্ট।কাস্টমারদের চাহিদা পূরণে আলেশা মার্ট সংকল্পবদ্ধ। কাস্টমারদের যেকোনো প্রয়োজনে তারা সর্বক্ষণ পাশে আছে। আলেশা মার্ট বা এর পণ্য সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে ১৬৭৩১ হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারবে রাতদিন ২৪ ঘণ্টা যে কোন সময়ে।