আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বই মেলায় ছিল পাঠক, লেখক ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়
- আপডেট সময় : ০৮:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছুটির দিনে বই মেলায় ছিল পাঠক, লেখক ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। স্মৃতিময় এই উদযাপনে বড়দের সঙ্গে ছিলো ছোটরাও। অভিভাবকরা জানান, নতুন প্রজন্মের কাছে দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরতে বইয়ের বিকল্প কিছু নেই। এদিন বেচাবিক্রি ভাল হওয়ায় সন্তুষ্টি ছিল প্রকাশকদের কণ্ঠে।
একুশ। বাঙ্গালীর চেতনার এক অবিস্মরণীয় দিন । আত্মপরিচয়-মাতৃভাষার জন্য বাঙালি ঢেলে দিয়েছিল বুকের তাজা রক্ত।
একুশ মানেই মায়ের ভাষা, বাঙালির আত্ম-মর্যাদার দিন। মায়ের মুখ থেকে সেই ভাষা শেখার আনন্দ আরো এক ধাপ বাড়িয়ে দিয়েছে অমর একুশের বই মেলা।
বড়দের সঙ্গী হয়ে ছোটদের আনাগোনা ছিল চোখে পড়ার মত।
ভাষার বইয়ের পাশাপাশি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইও কিনছেন পাঠকরা। আগামী প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন বলেও মত দেন লেখক ও পাঠকরা।
সময় যত গড়ায় ততই বাড়তে থাকে ভিড়। এক সময় লেখক ,পাঠক ও প্রকাশকদের মিলন মেলায় পরিণত হয় অমর একুশে বইমেলা।










