আন্তর্জাতিক বাজারে চিনির আরও দরপতন

- আপডেট সময় : ০৩:৫৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ১৭২৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে চিনির আরও দরপতন ঘটেছে। ইন্টারন্যাশনাল কন্টিনেন্টাল এক্সচেঞ্জে খাদ্যপণ্যটির দাম সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।
বার্তা সংস্থা এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।এতে বলা হয়, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে রেকর্ড চিনি উৎপাদন হয়েছে। আলোচ্য কার্যদিবস শেষে আইসিই’তে আগামী মার্চের অপরিশোধিত চিনির দর কমেছে শূন্য দশমিক ৫১ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২০ দশমিক ৯২ সেন্টে। দিনের শুরুতে তা বিগত সাড়ে ৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল। পাউন্ডপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছিল ২০ দশমিক ৮১ সেন্টে। গত ২৭ মার্চের পর যা সবচেয়ে কম।আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ব্রোকার স্টোনেক্স জানিয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্রাজিলের মধ্য-দক্ষিণ অঞ্চল থেকে ৭ দশমিক ৬ মিলিয়ন মেট্রিক টন চিনি উৎপাদন হতে পারে। আগের বছর একই সময়ে যা ছিল ৪ দশমিক ২ মিলিয়ন টন।